• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৮ এপ্রিল, ২০২৩

সার্জিক্যাল ইতরামি – মোস্তফা ইকবাল

সে শুরু থেকেই শক্তি-হিংস্রতা দেখি মানুষের মধ্যে
বলা হচ্ছে মানুষই নাকি দুনিয়ার শ্রেষ্ঠ জীব?
এই মহাবাণী পৃথিবীতে আসলে বস্তুত খরা অগ্নিগতি।
নিজেদের জয়- জয়কার, জয়ধ্বনি প্রতিধ্বনি
হিংস্রতার গর্জন শুনি, জাতির নামে, ধর্মের নামে
বর্ণের নামে, গোত্রের নামে, এক ভয়ানক বিভীষিকাময় জিন্দেগী।
অস্ত্র ও বোমার দখলে পৃথিবীটা গিলে খাবে
একগুচ্ছ এটম ও পারমাণবিক বোমার অগ্নির গহ্বর।
যুগের বজ্জাত, বদ খেয়ালে শাসকেরা
শক্তি-হিংস্রতা ভৎসনা দণ্ডে পৃথিবীটা আজ বোমার ভিতর।
হে প্রিয় পৃথিবী, বোমার ঘ্রাণের ভেতর তুমি কি জীবিত?
তোমার চেতনা প্রকৃতির অনাবিল সবুজের স্বর-শব্দ
ক্রমে ক্রমে স্তব্ধ হচ্ছে, স্তম্ভিত পাহাড় কাঁদছে।
সাগর ও নদী বেখেয়াল হৃদয়ঙ্গমে সাবমেরিন।
আকাশে বিমান পারমাণবিক বোমার উড্ডীনে
যা মুহূর্তে পৃথিবীকে দশবার ধ্বংসের ক্ষমতা রাখে।
পশু পাখি জীব জন্তু মানুষের ভূমি হে প্রিয় পৃথিবী
যত্ন ও কল্যাণ বুঝবার বোধ দাও মানুষদের
সাম্যের কল্যাণে, সবুজের ঘ্রাণে পুষ্পিত প্রত্যুষ
সেই শান্তির প্রত্যাশা বুকে পৃথিবীর অধিকাংশ
প্রাণী আজ কাঁপছে এবং কাঁদছে জড়সড় অনুভবে।
হে মাটি মমতা, সবুজ অক্ষরে ছায়াঘন বিশ্ব অন্তর্লীন
তোমার ভেতর সার্জিক্যাল ইতরামি করছে কয়েক মানুষ।
তুলে নিচ্ছে ভূগোলের প্রাণশক্তি খনিজ পদার্থ
হৃদপিণ্ড ছিঁড়ে-খুঁড়ে পলিথিন ও প্লাস্টিকের
ব্যান্ডেজে মোড়াচ্ছে মাটির গহীন শরীর সমস্ত
তবু-দেখি ভালোবেসে যাচ্ছে অন্তহীন বিনীত পৃথিবী।

আরও পড়ুন