• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ জুন, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৩ জুন, ২০২৩

লা লিগার সূচি প্রকাশ, এল ক্লাসিকো কবে কোথায়

২০২২-২৩ মৌসুমের ক্লাব ফুটবলের ব্যস্ততা কাটিয়ে জাতীয় দলে ব্যস্ত সময় পার করছেন ফুটবলাররা। ফিফা জুন উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ কিংবা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মাতাচ্ছেন তারা।

এদিকে কিছুদিন পরই আবারও নতুন আমেজে মাঠে গড়াবে ক্লাব ফুটবলের নতুন মৌসুম। সপ্তাহখানেক আগেই প্রিমিয়ার লিগের সূচি প্রকাশিত হয়। এবার জানা গেল, লা লিগার সূচি। ২০২৩-২৪ মৌসুমের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে লা লিগা কর্তৃপক্ষ।

সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে গেটাফের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এ ছাড়া মৌসুমের প্রথম ক্লাসিকোতে নিজেদের মাঠেই রিয়াল মাদ্রিদের মোকাবিলা করবে কাতালান ক্লাবটি। আগামী ২৯ অক্টোবর বার্সেলোনার লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে স্প্যানিশ দুই চিরপ্রতিদ্বন্দ্বী জায়ান্টের প্রথম লড়াই হবে।

অন্যদিকে মৌসুমের প্রথম দিন (১৩ আগস্ট) মাঠে নামবে রিয়ালও। অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে খেলবে তারা।

এবার হোম ম্যাচগুলো লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে খেলবে বার্সা। মূলত ক্যাম্প ন্যুয়ের সংস্কার কাজের জন্য পুরো মৌসুম জুড়েই এই মাঠে খেলবে জাভি হার্নান্দেজের দল।

এল ক্লাসিকোর ফিরতি ম্যাচে আগামী বছরের ২১ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সার মুখোমুখি হবে রিয়াল। এ ছাড়া গত মৌসুমের মতো এবারও প্রাক-মৌসুমের আগেই দেখা হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। যুক্তরাষ্ট্রের ডালাসে ম্যাচটি হবে আগামী ২৯ জুলাই।

 

এদিকে লা লিগার প্রথম মাদ্রিদ ডার্বিতে আগামী ২৪ সেপ্টেম্বর অ্যাথলেটিকোর মাঠে খেলবে রিয়াল। বার্নাব্যুতে দুই দলের ফিরতি লড়াই হবে আগামী বছরের ৪ ফেব্রুয়ারি।

অন্যদিকে আসন্ন মৌসুমকে কেন্দ্র করে ইতোমধ্যেই দল গোছাতে শুরু করেছে ক্লাবগুলো। কয়েকজন খেলোয়াড়ের বিদায় মিছিলে বার্সায় ভিড়েছেন ইলকাই গুন্দোয়ান। সঙ্গে আক্রমণেও দেখা মিলতে পারে, নতুন কোনো মুখের।

তবে বেশ কিছু পরিবর্তন আসলেও করিম বেনজেমার জায়গায় কারোর সঙ্গে এখনও চুক্তি হয়নি রিয়ালের। গুঞ্জন রয়েছে, কিলিয়ান এমবাপ্পে কিংবা হ্যারি কেইনদের মতো কোনো তারকাকে এই জায়গায় দেখা যেতে পারে।

আরও পড়ুন