• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৩
সর্বশেষ আপডেট : ৬ জুলাই, ২০২৩

বছরের বাকি সময় যেমন থাকবে স্বর্ণের দাম

চলতি বছরের মে মাসের মধ্যভাগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ২০০০ ডলারের ওপরে। সেই থেকে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম কমছে।

এতে কৌতুহলী ব্যবসায়ীদের প্রশ্ন জেগেছে, ২০২৩ সালের বাকি সময় স্বর্ণের দর কেমন থাকবে? ইতোমধ্যে তাদের জিজ্ঞাসার জবাবও মিলেছে।

কানাডাভিত্তিক প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম কিটকোর এক প্রতিবেদনে বলা হয়, এখন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধীর রয়েছে। সামনে আরও কিছুদিন মন্থর থাকার সম্ভাবনা আছে।

# বিশ্ববাজারে চিনির দর আরও বাড়লো

# আবারও সঞ্চয়পত্র বিক্রি ৫০০ কোটি টাকা ছাড়ালো

পাশাপাশি সুদের হার বাড়িয়ে যেতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। সঙ্গত কারণে স্বর্ণের মূল্য কম থাকবে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান বিএমও ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষকরা বলছেন, এ বছরের বাকি সময় গড়ে স্বর্ণের দাম থাকবে ১৯০৫ ডলারে। এরই মধ্যে মোমেন্টাম হারিয়েছে গুরুত্বপূর্ণ ধাতুটি। ফলে আগামী ৬ মাসের মধ্যে আবার ২০০০ ডলারের ওপরে যাওয়ার সম্ভাবনা নেই।

বিশেষজ্ঞরা বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বুলিয়ন মার্কেট ধুঁকেছে। কারণ, এসময়ে ডলার শক্তিশালী হয়েছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে।

# জিআই স্বীকৃতি পেলো আরও ৪ পণ্য

# আকরিক লোহার দাম কমছেই

তারা বলেন, আগামীতে সুদের হার বাড়বে। পাশাপাশি ভূ-রাজনৈতিক ঝুঁকিও রয়েছে। ফলে স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব পড়বে।

তাদের মতে, এ বছরের বাকি সময়ে মূল্যবান ধাতুটির দর ১৯০০ ডলারের ওপরে থাকবে। তবে ১৯৩০ ডলারের খুব ওপরে যাবে না। এখন পর্যন্ত এ পূর্বাভাস করা যাচ্ছে।

আরও পড়ুন