• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৯ জুলাই, ২০২৩

হাতিয়ায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হিজড়াদের মানববন্ধন, পরে ক্ষমা প্রার্থনা

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হরণী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আকতার হোসেনের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ এনে মানববন্ধন করেছেন কতিপয় হিজড়ারা (তৃতীয় লিঙ্গের লোক জন)। গত ১২ জুলাই ২০২৩ তারিখের হাতিয়া বাজারের আয়োজিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেছেন হিজড়া নেতা রুবি বেগম ।

এ সময় তিনি বলেন, আকতার চেয়ারম্যান তাদেরকে চাঁদা তুলতে বাধা প্রদান করছেন, অনৈতিক প্রস্তাব দিয়েছেন ও আবাসিক হোটেলে কাজ করতে বলেছেন ইত্যাদি। এ ঘটনার ৭ দিন পর অর্থাৎ মঙ্গলবার বিকেলে একই স্থানে সংবাদকর্মী ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই সকল অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত, মনগড়া এবং অন্যের‌ প্ররোচনায় করেছেন বলে পাল্টা বিবৃতি দিয়েছেন ওই হিজড়া নেতা রুবি বেগম সহ অন্যরা।

এই‌ ঘটনায় তারা দুঃখ প্রকাশ করে সকলের কাছে ক্ষমা চেয়েছেন। এ ব্যাপারে হরনী ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, হিজড়াদের‌ সঙ্গে তার কখনো দেখা হয়নি, এমনকি কথা ও হয়নি। ঘটনাটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। এই ঘটনার ইন্দন দাতাদের‌ প্রতি তিনি নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও পড়ুন