• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৩
সর্বশেষ আপডেট : ৯ আগস্ট, ২০২৩

শ্রেষ্ঠতম তোমার আসন – পাশা মোস্তফা কামাল

যাদুকরের যাদুর চেয়েও আজব যাদু কণ্ঠে তোমার
উচ্চারণে কী বলিয়ান শক্তি কী ওই শব্দ বোমার!

বজ্রনাদে গর্জে উঠে তুললে আঙুল উর্ধ্বপানে
উড়ে গেলো পাকির গদি এক আঙুলের সেই তুফানে।

সম্মোহনী উচ্চারণে পাহাড় সম উঁচিয়ে মাথা
ঝরঝরে সব কথায় দিলে নির্দেশনার শব্দগাথা।

দেহের ভাষা চোখের ভাষা মুখের ভাষার ইন্দ্রজালে
নরপশু পিশাচসম পাকিস্তানি ভূত তাড়ালে।

দুইশ বছর এ দেশ ছিল শৃংখলিত দাসের ভূমি
দাসত্বের ওই শিকল ভেঙে স্বাধীন স্বদেশ দিলে তুমি।

জন্ম তোমার যায়নি বৃথা, আমরা ছিলাম অন্ধকূপে
বিশ্ববুকে দাঁড় করালে বাঙালিকে মানুষ রূপে।

বিশ্বজুড়ে কোনো নেতার আর শুনিনি এমন ভাষণ
আমার প্রাণে আমার গানে শ্রেষ্ঠতম তোমার আসন।

আরও পড়ুন