• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৯ অক্টোবর, ২০২৩

অবশেষে টাইগারদের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন পাপন

বিশ্বকাপের আগে প্রায়ই নানা ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে দেখা যেতো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। বিশ্বকাপ দল ঘোষণার পর থেকে অনেকটাই আড়ালে চলে যান তিনি। ইতোমধ্যেই বিশ্বকাপে ছয়টি ম্যাচ খেলেছে টাইগাররা। ডাচদের বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পর অবশেষে নীরবতা ভেঙে টাইগারদের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি।

রোববার (২৯ অক্টোবর) কলকাতার তাজ হোটেল থেকে বেরিয়ে পাপন মুখোমুখি হন গণমাধ্যমের। তিনি জানান, দুঃসময়ে ক্রিকেটারদের পাশে রয়েছে বোর্ড। একই সঙ্গে আগামী তিন ম্যাচে ভালো করার লক্ষ্যে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন বিসিবি বস।

পাপন বলেন, ‘আমার সাথে কথা বলে মনে হয়েছে ক্রিকেটাররা এখন অনেক সিরিয়াস। আমি তাদের বলেছি খারাপ সময়ে মানুষ খারাপ বলবে এটাই স্বাভাবিক। ভালো করলে তো মানুষ মাথায় নিয়ে নাচে। আমরা খারাপ সময়ে ক্রিকেটারদের পাশে আছি।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘সামনে তিনটা ম্যাচ ভালো করা ছাড়া উপায় নেই। এটা করতে গেলে দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে ওদের মধ্যে সাহস ও বিশ্বাসটা জাগিয়ে দিতে হবে, যে ওরা পারবে। নিজেদের মধ্যে সাহস না আসলে তারা দ্বিধাগ্রস্ত থাকবে। তারা সকলে মিলে আমাকে বলেছে, তারা একতাবদ্ধ আছে। তাদের মধ্যে কোনো সমস্যা নেই। জিততে না পারায় ওদের আরও বেশি খারাপ লাগছে।’

আরও পড়ুন