• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৪ নভেম্বর, ২০২৩

হাতিয়ায় জাতীয় সমবায় দিবস পালন

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : ৪ নভেম্বর শনিবার সকালে হাতিয়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ৫২তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “ সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আকতার লাকী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্যাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা এ.কে.এম মানছুরুল হক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা কামাল উদ্দিন, প্রভাষক নিকচন চন্দ্র দাস ও হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার।

সভার শুরুতে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আকতার লাকী ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্যাহ।

আরও পড়ুন