• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৬ নভেম্বর, ২০২৩

মাইজদীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিউজ ডেস্ক : বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ২৯ অক্টোবর। উদীচী নোয়াখালী জেলা সংসদ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে শিল্পকলা একাডেমীতে ০৪ নভেম্বর,শনিবার। সকাল ১১টায় জাতীয় সংগীত পরিশনার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, খ্যাতিমান আবৃত্তিকার বেলায়েত হোসেন, সংগঠনের পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি মোল্লা হাবিবুর রাছুল মামুন, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আজমীর তারিক চৌধুরী।জাতীয় পতাকা উত্তোলনের পর দলীয় সংগীত শেষে বর্নিল শোভাযাত্রা মাইজদী শহর প্রদক্ষিন করে।

শোভাযাত্রা শেষে মোল্লা হাবিবুর রাছুল মামুনের সভাপতিত্বে অজয় আচার্যের পরিচালনায় সাধারণ সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেলায়ত হোসেন ও আজমীর তারিক চৌধুরী।
সাধারণ অধিবেশন শেষে বিকাল ৩টায় শিল্পকলা একাডেমীর মাঠের বটতলায় লায়লা পারভিনের বক্তব্য শেষে উদীচী কবিরহাট শাখা,কোম্পানীগন্জ শাখা ও জেলা সংসদের শিল্পী ও কলাকৌশলীগনের পরিবেশনায় গনসংগীত,নৃত্য,আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘোষনা করেন মোল্লা হাবিবুর রাছুল মামুন।

আরও পড়ুন