• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৮ নভেম্বর, ২০২৩

বেগমগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাপক কার্য্যক্রম এনজিওদের ভীত নড়বড়ে

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ
বেগমগঞ্জে পল্লি সঞ্চয় ব্যাংকের ব্যাপক কার্য্যক্রমে এনজিওদের ভীত নড়বড়ে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রতিষ্ঠিত পল্লি সঞ্চয় ব্যাংক গ্রামীণ জনগোষ্টির আস্থার স্থল। পল্লি সঞ্চয় ব্যাংক ক্ষুদ্র ঋণ কার্য্যক্রম শুরু করায় অধিক সুদভোগী এনজিওদের ভিত নড় বড় হয়ে পড়েছে। গ্রামের স্বল্প আয়ের পরিবারগুলো ও মধ্যবিত্ত পরিবার কোন এনজিওর সদস্য না হয়ে প্রথমে পল্লি সঞ্চয় ব্যাংকের সদস্য হয়ে ঋণ নিচ্ছে। পল্লি সঞ্চয় ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নিয়ে বেগমগঞ্জ উপজেলার প্রায় ৯ হাজার লোক স্বাবলম্বী হয়েছেন। তাহারা ঋণ নিয়ে মাসে মাসে কিস্তিতে পরিশোধ করে এবং প্রত্যেক সদস্য কমপক্ষে মাসে ২০০ টাকা সঞ্চয় করে থাকেন। এতে পল্লি সঞ্চয় ব্যাংকের সদস্য হওয়ার জন্য গ্রামীন জনগনের মনে সতেজপূর্তভাব লক্ষ করার মতো।

বেগমগঞ্জ উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংকের বেগমগঞ্জ উপজেলা শাখা ম্যানেজার জনাবা আলেয়া খাতুন প্রতিবেদককে জানান, বর্তমানে আমাদের এই শাখাতে সাধারণ সদস্য সংখ্যা ১৭০৬৭ জন এবং ঋণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন ৮৫০০ জন। এবং এই শাখাতে গত অর্থ বছরে ঋণ বিতরণ ১৬ কোটি ১১ লক্ষ এবং ঋণ রিকভারী প্রায় ১৯ কোটি টাকার মতো বিগত করোনা মাহামারীর কারনে কিছু সদস্য ঋণখেলাপী হওয়াতে বর্তমানে তা রিকভারীর চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে বেগমগঞ্জ উপজেলাতে পল্লি সঞ্চয় ব্যাংকের ঋণের পরিমান প্রায় ৩০ কোটির মতো দায়িত্ব প্রাপ্ত ম্যানেজার আলেয়া খাতুন বলেন, আমাদের মাঠ পর্যায়ের কর্মি গণ যেভাবে পরিশ্রম করেন তাতে আমরা বর্তমান অর্থ বছরে ভিত উক্ত ঋণ রিকাভারী করে আগামী অর্থ বছরে ৫০ কোটির উপরে নতুন ঋণ বিতরণ করতে পারবো বলে আশা করি।

আরও পড়ুন