• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৮ নভেম্বর, ২০২৩

হাতিয়ায় মাদকবিরোধী অভিযান অব্যাহত, ইয়াবাসহ আটক ২

উপজেলা প্রতিনিধি, হাতিয় : হাতিয়ায় থানা পুলিশের অব্যাহত মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ইয়াবা সহ দুই জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার অফিসার ইনচার্জ জিসান আহমেদ ।

মঙ্গলবার (৭ নবেম্বর) রাত দুইটার দিকে হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের আশপাশ এলাকায় মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে দুইজনের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ৫নং চরঈশ্বর ইউনিয়নের নজরুল ইসলামের ছেলে মোঃ ইউসুফ (২৫) ও একই এলাকার মোঃ মারজাহানের মোঃ জাহেদুল ইসলাম(২২)।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ জিসান আহমেদ জানান এই দুই মাদক কারবারিকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও মাদক বিক্রির নগদ পাঁচ হাজার চার শত টাকা সহ গ্রেফতার করা হয় । তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, মাদক নির্মূলে এরকম অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন