• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১২ নভেম্বর, ২০২৩

মাইজদীতে যুবলীগের প্রতিষ্ঠা-বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক নাজমুল আলম মঞ্জু ও যুগ্ম-আহবায়ক একরামুল হক বিপ্লব, পৌর আওয়ামী যুবলীগ যুগ্ম-আহবায়ক নুর আলম সিদ্দিকী রাজু সহ জেলা, উপজেলা, ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক নাজমুল আলম মঞ্জু , একরামুল হক বিপ্লব, নুর আলম সিদ্দিকী রাজুর নেতৃত্বে এক আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়।
র‌্যালী শেষে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সুবর্ণচন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি- অধ্যক্ষ এএইচএ খায়রুল আনম চৌধুরী সেলিম। আলোচনা সভা সঞ্চালনা করেন নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক নাজমুল আলম মঞ্জু। উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক একরামুল হক বিপ্লব ও নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের মেম্বার- নাজিম উদ্দীন নাজিম। বক্তব্য রাখেন, নোয়াখালী সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক জনাব নুর আলম সিদ্দিকী রাজু, পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক- আলাউদ্দিন আলো, দেলোয়ার হোসেন সুমন, তাজুল ইসলাম তাজল, কাউসার, কাউসার হামিদ রকি, আলা-উদ্দীন সুজন, আবদুল হামিদ রাজু সহ সাবেক ও বর্তমান যুবলীগের নেতাকর্মীগণ।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্রকরে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি- অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, যুবলীগ বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণশক্তি। বিএনপি জামায়াতের উন্নয়ন বিরোধী জ্বালাও পড়াও আগুন সন্ত্রাসের মোকাবেলা করতে নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগ জননেত্রী শেখ হাসিনা ও জননেতা ওবায়দুল কাদের ভাইয়ের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধ ভূমিকা পালন করছে এবং আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাতহ থাকবে ইনশাআল্লাহ।

আওয়ামী নির্বাচনে নোয়াখালী জেলা যুবলীগ নৌকা মার্কার জয় নিশ্চিত করতে জনগণের সাথে এক হয়ে কাজ করবে, ফলে জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে জনগণের উন্নয়ন ও সেবা করে জাতিকে এগিয়ে নিতে অতন্দ্র প্রহরীর মত কাজ করবে। ইনশাআল্লাহ জনগণের আওয়ামী লীগের সাথে আছে, থাকবে। জনগণই আওয়ামী লীগের মুল শক্তি। আওয়ামী লীগের জন্য এক আল্লাহ রাসূল আছেন, দ্বিতীয়ত বাংলাদেশের জনগন আছে। ১৯৭১ সালের মত জয় বাংলাদেশের মানুষের হবে, জননেত্রী শেখ হাসিনা ও জননেতা ওবায়দুল কাদের ভাইয়ের জয় হবে, ইনশাআল্লাহ।

আরও পড়ুন