• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৪ নভেম্বর, ২০২৩

জেলার ১৯টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আলা-উদ্দীন সুজন : গণভবণে থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নোয়াখালী জেলার ১৯ টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে দেশের সকল জেলার মতো জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ কর্মকর্তারা যুক্ত ছিলেন। পরে নির্মাণ কাজ প্রধানমন্ত্রীর পক্ষে ভিত্তিপ্রস্তর স্থাপনের নামফলক উন্মোচন করেন জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান।

ভিডিও কনফারেন্সিংয়ে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ (সদর-সূবর্ণ চর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. দিদার-উল-আলম, এলজিইডি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাসুম পাটোয়ারী, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সিভিল সার্জন ডা. মাছুম ইফতেখার প্রমুখ।

৬৪ জেলার মত জেলার ১৯টি প্রকল্প গুলো হচ্ছে, ১. কুমিল্লা (টমছম ব্রীজ) নোয়াখালী (বেগমগঞ্জ) আঞ্চলিক মহা-সড়ক ৪-লেনে উন্নতীকরণ। ২. ফেণী-নোয়াখালী জাতীয় মহ সড়কের বেগমগঞ্জ থেকে সোনাপুর (আবদুল মালেক উকিল সড়ক) পর্যন্ত ৪-লেনে উন্নতীকরণ। ৩. ফেণী-নোয়াখালী জাতীয় মহা সড়কের ২-লেন অংশ (মহিপাল-চৌমুহনী পূর্ব বাজার পর্যন্ত) ৪- লেনে উন্নতীকরণ। ৪. সোনাপুর-কবিরাহাট – কোম্পানিগঞ্জ- দাগুনভূঞা আঞ্চলিক মহা সড়ক যথাযথ মানে উন্নতীকরণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন। ৫. প্রাথমিক বিদ্যালয় কাম বহুমুখ দুর্যোগ আশ্রয় কেন্দ্র। ৬. সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ। ৭. সাব-রেজিষ্ট্রি অফিস নির্মান। ৮. জেলা সদর হসপিটালের ১০ শয্যা বিশিষ্ট আই.সি.ইউ নির্মান। ৯. জেলা সমাজ সেবা কমপ্লেক্স ভবন নির্মাণ। ১০. ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস নির্মান। ১১. কমিউনিটি ক্লিনিক নির্মাণ। ১২. জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, নোয়াখালী ভবন নির্মাণ। ১৩. নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন ( ৪- তলা ভিত বিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ) ১৪. সরকারি কলেজ সমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ (৬- তলা ভিত বিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ)। ১৫. নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন (৬ – তলা ভিত বিশিষ্ট ৪ তলা ১ তলা ভবন নির্মাণ)। ১৬. পরিচালন বাজেট (রাজস্ব) (৪- তলা ভিত বিশিষ্ট ১ তলা ভবন নির্মাণ)। ১৭. নির্বাচিত মাদ্রাসা সমূহের উন্নয়ন (১ম সংশোধিত) (৪ তলা ভিত বিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ)। ১৮. টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সক্ষমতা বৃদ্ধি (৫-তলা ভিত বিশিষ্ট ৫ তলা একাডেমিক ভবন কাম ওয়ার্কশপ নির্মাণ)। ১৯. জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে একক ঘর নির্মান কজের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন