• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৭ নভেম্বর, ২০২৩

ঘূর্ণিঝড় মিধিলি : সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উপজেলা প্রতিনিধি, সদর : ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে জেলা উপকূলজুড়ে সড়কের বিভিন্ন অংশে গাছ ভেঙে পড়েছে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে জেলার দ্বীপ উপজেলা হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও জেলা শহরে মিধিলির প্রভাব পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে জেলা শহরের ম্যাটসের পাশে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। এ ছাড়াও দ্বীপ উপজেলা হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাটের বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়েছে। এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কের ভোগান্তিতে রয়েছে মানুষ। এছাড়াও বিভিন্ন স্থানে জমির পাকা ধান হেলে পড়েছে।

আরও পড়ুন