• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২০ নভেম্বর, ২০২৩

চাটখিলে দুস্থ ও অসহায় নারী কর্মীদের আয় বর্ধনমূলক প্রশিক্ষণ

মোহাম্মদ আমান উল্যা, উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিলে উপজেলা প্রকৌশলীর কার্যালয় কর্তৃক আয়োজিত পল্লী কর্মসংস্থান সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপি নারীকর্মীদের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।

গতকাল ২০ নভেম্বর সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে ইঞ্জিনিয়ার রাহাত আমিন পাটোয়ারীর সভাপতিত্বে প্রশিক্ষণটিতে প্রধান অতিথি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইনে যোগ দিয়েছিলেন, নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী গোলাম মোস্তাফা।

বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইনে আরো যোগ দেন আরইআরএমপি-৩ এই প্রকল্পের পরিচালক, নাজনীন নাহার নাজ, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল ভূইয়া।

অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য অফিসার, আনোয়ারুল আজিম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার শাহাদাত হোসেন, উপজেলা কৃষি অফিসার, মো. জুনাইদ আলম।

প্রশিক্ষণের বিষয়গুলো হচ্ছে, মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষন, উন্নত মানের গবাদি পশু পালন, অনাবাদি জমিতে ফসল চাষাবাদ।

আরও পড়ুন