• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৪ নভেম্বর, ২০২৩

মাইজদীতে যক্ষ্মারোগ বিষয়ে ইমাম মুয়াজ্জিনদের নিয়ে মতবিনিময় সভা

উপজেলা প্রতিনিধি, সদর : যক্ষ্মারোগী শনাক্তকরণ ও যক্ষ্মারোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ইমাম মুয়াজ্জিনদের নিয়ে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা শহরের ডায়াবেটিক হাসপতালের সভাকক্ষে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) জেলা এ মতবিনিময় সভা আয়োজন করে।

নাটাবের জেলা শাখার সভাপতি প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। মুখ্য আলোচক ছিলেন বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরোজ আলম আজাদ, জেলা জামে মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসাইন।

মতবিনিময় সভায় যক্ষ্মারোগের লক্ষণ, যক্ষ্মারোগের চিকিৎসা, ওষুধ নিরোধক যক্ষ্মারোগের কারণ এবং এর ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়। এসময় যক্ষ্মারোগী শনাক্তকরণ ও প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের করণীয় নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন