• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন এমপি একরাম

উপজেলা প্রতিনিধি, সদর : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে মনোনয়নপত্র দাখিল করলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একরামুল করিম চৌধুরী।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমাদান শেষে তিনি মুজিব চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর একরামুল করিম চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আজকে চতুর্থবারের মতো মনোনয়নপত্র দাখিল করলাম। গত তিনবারের কৃতকর্মের কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মাঝি হিসেবে মনোনয়ন দিয়েছেন। আমার নির্বাচনী এলাকার কিছু স্বপ্ন বাকি আছে। আমি জয়যুক্ত হলে সেই স্বপ্ন পূরণে কাজ করবো।

একরামুল করিম চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন। আমিও তাই বলছি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। ভোটারদের বলবো আপনারা আসুন। উৎসব মুখর পরিবেশে ভোট হবে। আমার ভোট আমি দিবো যাকে খুশী তাকে দিবো। এই শপথ নিয়েই সবাই মিলে ভোট করবো ইনশাআল্লাহ।

এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, যুবলীগের আহ্বায়ক ইমন ভট্র, যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লবে, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গুলজার আহমেদ জুয়েলসহ আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন