• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২ ডিসেম্বর, ২০২৩

দৈনিক নোয়াখালীর কথা’র সম্পাদকের পিতার ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক : আজ ২ ডিসেম্বর শনিবার দৈনিক নোয়াখালীর কথা’র সম্পাদক এর পিতা আবুল খায়ের চৌধুরী ৩৩তম মৃত্যুবার্ষিকী। ১৯৯০ সালের এই দিনে তিনি পরলোক গমন করেন। আবুল খায়ের চৌধুরী নোয়াখালীর গণপূর্ত অধিদপ্তরে চাকুরী করতেন। তিনি তাঁর স্ত্রী, পাঁচ পুত্র ও এক কন্যা, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আবুল খায়ের চৌধুরী অল্প বয়সে মাকে হারান।

পরবর্তিতে জীবন যুদ্ধে যুক্ত হয়ে অনেক কাজের সাথে যুক্ত ছিলেন। স্বাধীনতা যুদ্ধে রাজাকারদের বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহ করে মাইজদী বাজার অরুণ স্কুলে মুক্তিযোদ্ধা ক্যাম্পে দিতেন। সেই কারণে পাকিস্থানী বাহিনী ভোর রাতে তার বাড়িতে হামলা হানা দেয়। তাকে না পেয়ে পুরো ঘর তল্লাসি চালায়।

আবুল খায়ের চৌধুরী’র মৃত্যুবার্ষিকীতে নোয়াখালী তার নিজ বাড়িতে দোয়াসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

দৈনিক নোয়াখালীর কথা’র সম্পাদক মহিনউদ্দিন চৌধুরী লিটন তার পিতার মৃত্যুবার্ষিকীতে সকলের নিকট দোয়া করার জন্য অনুরোধ জানান।

আরও পড়ুন