• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৯ ডিসেম্বর, ২০২৩

চাটখিলে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস আলোচনা সভা

মোহাম্মদ আমান উল্যা, উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিলে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৯ নভেম্বর সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আকিব ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ভিমপুর স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আনোয়ার হোসেন, চাটখিল থানার এস আই আল আমিন, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবুল কালাম আজাদ, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মহিউদ্দিন বাবু। এসময়ে উপস্থিত বক্তাগন দূর্নীতি বিরোধী বিষয়ক নানা ধরনের সতর্কতামূলক বক্তব্য প্রদান করেন।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সায়েদুল হক, ভীমপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুহুল আমিন বাচ্চু , নোয়াখোলা কাদেরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মনির হোসেন মিলন, ডাক্তার ইউসুফ আলী প্রমুখ।

আরও পড়ুন