• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩

নোয়াখালী পুলিশ সুপারকে প্রত্যাহারের নির্দেশ

উপজেলা প্রতিনিধি, সদর : নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমানের সই করা চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসনের সিনিয়র সচিব ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকেও চিঠি দিয়েছে ইসি।

এর আগে ২০২১ সালের ১ আগস্ট শহীদুল ইসলাম পুলিশ সুপার হিসেবে নোয়াখালীতে যোগদান করেন।

দ্বাদশ নির্বাচন সামনে রেখে দেশের দুই বিভাগের দুই পুলিশ কমিশনার, পাঁচ জেলার পুলিশ সুপার, একজন জেলা প্রশাসক ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এরমধ্যে নোয়াখালী পুলিশ সুপার একজন।

আরও পড়ুন