• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৩

চাটখিলে ভিটামিন এ ক্যাপসুল খেল ৪২ হাজার শিশু

উপজেলা প্রতিনিধি, চাটখিল : জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন সারাদেশের ন্যায় চাটখিল উপজেলায় গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙ্গের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙ্গের ভিটামিন ৪২ হাজার ৫০ জন শিশুকে খাওয়ানো হয়েছে।

এ ক্যাম্পেইন একযোগে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলার ৯ ইউনিয়নে শুরু হয়। এ সময় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫৮, শাহাপুর ইউনিয়নে ৪১৩৯, রামনারায়নপুর ইউনিয়নে ৪৭৮৬, পরকোট ইউনিয়নে ৪১৩২, বদলকোট ইউনিয়নে ৪৭৫১, মোহাম্মদপুর ইউনিয়নে ৬২১৫, পাঁচগাঁও ইউনিয়নে ৪৪১০, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নে ৪২৭৭, নোয়াখলা ইউনিয়নে ৫০২৮, খিলপাড়া ইউনিয়নে ৪১৫৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
ডাক্তার খন্দকার মোস্তাক আহমেদ জানান, মোট ৪৬০০০ ক্যাপসুল প্রাপ্ত হয়েছি। তারমধ্যে ৪২০৫০ শিশুকে খাওয়ানো হয়েছে এবং ৪৫৫০ টি ক্যাপসুল কেন্দ্র থেকে ফেরত এসেছে। বাদ পড়া শিশুদের পরে খাওয়ানো হবে।

আরও পড়ুন