• ঢাকা
  • সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৩

আশার উদ্যেগে স্বাস্থ্য সেবা কেন্দ্রের যাত্রা শুরু, মেডিকেল ক্যাম্প উদ্বোধন

বিশেষ প্রতিবেদক : সদরের ওদারহাট বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যেগে স্বাস্থ্য সেবা কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে এবং মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। দিন ব্যাপী বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্প গরিব অসহায় শতাধিক নারি পুরুষকে চিকিৎসা প্রদান করা হয়।

বুধবার ১৩ নভেম্বর সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে রোগিদের চিকিৎসা সেবার মধ্য দিয়ে যাত্র শুরু হয়। এই উপলক্ষে উদ্বোধনী সভায় আশার জেলা কার্যালয়ের রিজিওনাল ম্যানেজার কাজী কামাল হোসেন, ওদারহাট শাখার সিনিয়র শাখা ম্যানেজার মোঃ মামুনুর রশিদ, সহকারি ম্যানেজার ইউসুফ আলী, স্বাস্থ্য কেন্দ্রের হেল্থ সেন্টারের ইনচার্জ আলমগীর হোসাইন, ইউপি মেম্বার মধুদুর রহমান ও সমাজ সেবক আতিকুর রহমান পুলিশ উপস্থিত ছিলেন। বিকেল ৫ টা পর্যন্ত দিন ব্যাপি বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্প চলে। এলাকার গরিব অসহায়দের জন্য এ ক্যাম্পের যাত্রা শুরু হয়েছে বলে জানান আশার জেলা কার্যালয়ের রিজিওনাল ম্যানেজার কাজী কামাল হোসেন।

আরও পড়ুন