• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৩

স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র প্রত্যাহার

উপজেলা প্রতিনিধি, চাটখিল : নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ি) আসন হতে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলম নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর ( রোববার), নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ার মাহবুর রহমানেরকাছে লিখিত আবেদনের মাধ্যমে তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে।

মনোনয়ন পত্র প্রত্যাহারের কারণ হিসেবে জাহাঙ্গীর আলম তার ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেন।

এছাড়াও, বুধবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মো. নোয়াখালীর জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রধানমন্ত্রীর ও তার কার্যালয়ের কোনো সম্পর্ক নেই।প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মো. জাহাঙ্গীর আলম, পিতা: মৃত রহমত উল্যাহ, রহমত উল্যাহ কেরানী বাড়ি, গ্রাম: নাহারখিল, ইউনিয়ন: খিলপাড়া, উপজেলা: চাটখিল, জেলা: নোয়াখালী নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন। তার সঙ্গে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই।

এ বিজ্ঞপ্তি সূত্র ধরে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তিনি নির্বাচনী এলাকায় আলোচিত ও সমালোচিত হন।

আরও পড়ুন