• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২৩

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ২৫০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর মধ্যে আল-মাঘাজি শরণার্থী শিবিরে আইডিএফের এক বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০০ ফিলিস্তিনি। শরণার্থী ক্যাম্পটির এক ভুক্তভোগী জানিয়েছেন, তিনি পরিবারের সবাইকে হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ৫ ভাইসহ তাদের পরিবার।

আইডিএফের ওই হামলায় শরণার্থী শিবিরের ৭টি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার খবর জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় গণমাধ্যাম।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২০ হাজার ৭০০ ফিলিস্তিনি। যাদের ৭০ শতাংশই নারী ও শিশু। আহত হয়েছেন সাড়ে ৫৪ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন