• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২৩

মাইজদীতে স্বাচিপের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উপজেলা প্রতিনিধি, সদর : নানা আয়োজনে নোয়াখালীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে মালেক উকিল মেডিকেল কলেজের সামনে থেকে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। এরআগে, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সভাকক্ষে দিবস উপলক্ষে কেক কেটে কাটা হয়।

এসব কর্মসূচিতে স্বাচিপের নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক ডা. মো. মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজীম, প্রচার সম্পাদক ডা. ইশমত আরা পারভিন তানিনা, মালেক উকিল মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সভাপতি ইকবাল হোসেন, ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ধ্রুব জ্যোতি মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৯৩ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সম্মেলনে মাত্র কয়েকজন চিকিৎসকের সমন্বয়ে এডহক কমিটি গঠনের মাধ্যমে স্বাচিপ আত্মপ্রকাশ করে। নানা চড়াই উৎরাই পেড়িয়ে আজ ৩০ বছরে পা দিল স্বাচিপ।

আরও পড়ুন