• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২৩

মাশরাফীর দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান

বাংলাদেশ লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হাবিবুর রহমান সোহান। এতে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই কীর্তি গড়েন ২৪ বছর বয়সী এই ব্যাটার।

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মধ্যাঞ্চলের দেওয়া ২০২ রানের লক্ষ্য তাড়া করতে উত্তরাঞ্চলের হয়ে ওপেনিংয়ে নামেন সিরাজগঞ্জের ছেলে সোহান। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকেন তিনি। এরপর ৪৯ বলের মারকাটারি এক ইনিংসে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করেন এই ব্যাটার।

দুর্দান্ত এই ইনিংস খেলতে সাত বাউন্ডারির পাশাপাশি ৮ ছক্কা হাঁকান আগের দিনে পশ্চিমাঞ্চলের বিপক্ষে শূন্য করে আউট হওয়া হাবিবুর। এই ইনিংস খেলার পথে মাশরাফীর ৫০ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন তিনি।

এর আগে, ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে ওই কীর্তি গড়েছিলেন ম্যাশ। ফতুল্লায় কলাবাগানের বিপক্ষে ইনিংসটি খেলেছিলেন সাবেক এই দলপতি।

আরও পড়ুন