• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ৪ জানুয়ারি, ২০২৪

বোনাস পেলেন যুব এশিয়া কাপ জয়ীরা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি জেতা হলেও বাংলাদেশ কখনও যুব এশিয়া কাপ জিততে পারেনি। সেই না পাওয়া ট্রফি ২০২৩ সালে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিকদের হারিয়ে এই শিরোপা জিতে যুবা টাইগাররা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে বলা যায় এই আসরটা ছিল বাংলাদেশ দলের প্রস্তুতির জন্য দারুণ একটা মঞ্চও। গোটা আসর জুড়ে অপরাজিত থাকা বাংলাদেশের যুবারা শিরোপা জেতায় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের অর্থ পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটাররা বিসিবি থেকে ১ লাখ টাকা করে অর্থ পুরস্কার পেয়েছেন। সাপোর্ট স্টাফে থাকা সবাইকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা করে অর্থ পুরস্কার।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে খেলোয়াড় ও স্টাফদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় বিসিবি থেকে। দেশকে এশিয়া কাপ এনে দেওয়া যুব দল আগামী ১৯ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করবে। এর আগে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতে বাংলাদেশ।

আরও পড়ুন