• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ৬ জানুয়ারি, ২০২৪

জেলায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলার সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সদর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলায় নির্বাচনি দায়িত্বে থাকা পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রিজাইডিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ করতে এবং ভোটাররা যেন নিরাপদে কেন্দ্রে এসে ভোট প্রয়োগ করতে পারে সে বিষয়ে বিশেষ নজর দিতে নির্দেশ দেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৬টি আসনে ৮ ফ্লাটুন সেনাবাহিনী, ১৬ ফ্লাটুন বিজিবি, র‌্যাবের ৮০ সদস্য, আনসার ব্যাটেলিয়নের ৯২জন সদস্য, ৯ হাজার ৮৪০ জন আনসান বিডিপি, ৮৩০ জন গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া উপকূলীয় আসন নোয়াখালী-৬ হাতিয়ায় পুলিশের পাশাপাশি নৌ-বাহিনীর ১০০ সদস্য ও কোস্টগার্ডের ৮০ জন সদস্য নির্বাচন সুষ্ঠ করতে কাজ করবে।
তাৎক্ষণিক আদালত বসিয়ে অপরাধ দমনে ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়।

প্রসঙ্গত, নোয়াখালীতে ৬টি আসনে নৌকা, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৩৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আসনগুলো হচ্ছে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক), নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক), নোয়াখালী- ৩ (বেগমগঞ্জ), নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর), নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) ও নোয়াখালী-৬ (হাতিয়া)।
জেলায় মোট ভোটার ২৬ লাখ ২১ হাজার ৭০৪জন। যার মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৫ হাজার ৬৩৮জন। নারী ভোটার ১২ লাখ ৫৬ হাজার ৬১জন। ৬টি আসনে মোট কেন্দ্র দেখানো হয় ৭৬১টি।

আরও পড়ুন