• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ৭ জানুয়ারি, ২০২৪

সারাদেশে ভোট পড়েছে প্রায় ৪০ শতাংশ: সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এই সংখ্যা বাড়তে পারে বা কমতে পারে বলেও জানান তিনি।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিইসি। এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত এটাই নির্ভরযোগ্য তথ্য। পরে সব তথ্য যোগ হলে এই তথ্য বাড়তে বা কমতে পারে।

তিনি বলেন, এবারের নির্বাচনে গুরুতর সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি, তবে কিছু অনিয়ম হয়েছে। এ কারণে কিছু ব্যক্তি গ্রেপ্তার ও কিছু কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে।

সিইসি আরও বলেন, এবার সহিংসতায় কোনো প্রাণহানি হয়নি। তবে দুই জন নির্বাচনি কর্মকর্তা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন।

তিনি বলেন, কিছু কিছু বিভ্রান্তিকর তথ্য এসেছিল। পরোক্ষভাবে কিছু মানুষ ভোট প্রতিহত করার ঘোষণায় মানুষ কিছুটা আতঙ্কিত ছিল। এ কারণে ভোট কিছুটা কম পড়েছে। এর বাইরে সার্বিকভাবে নিসর্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।

আরও পড়ুন