• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৮ জানুয়ারি, ২০২৪

মাইজদীতে ২ হাজার দুস্থ অসহায় ও শীতার্ত পেল সমাজসেবার কম্বল

উপজেলা প্রতিনিধি, সদর : মাইজদীতে দুই হাজার দুস্থ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে শহর সমাজসেবা সমন্বয় পরিষদ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়।

সরেজমিনে দেখা যায়, নোয়াখালীর জেলা শহরের বিভিন্ন স্থানে অসহায়, হতদরিদ্র নারী-পুরুষ ও পথশিশুর মাঝে কম্বলের টোকেন বিতরণ করেন শহর সমাজসেবা অফিসার মো. আব্দুল হামিদ। এরপর সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা। কম্বল পেয়ে খুশি হন দুঃস্থ শীতার্তরা।

দিনমজুর আবদুর রহমান বলেন, আমি দিনে রোজগার করে দিন খাই। শীতের কারণে কয়েকদিন কাজ নাই। কম্বল কিনার সামর্থ নাই। শীতে খুব কষ্ট পাচ্ছিলাম। সমাজসেবা অফিস কম্বল টা দিসেন। এই শীতে কম্বল গা কাজে লাগবে।
কম্বল পাওয়া বিধবা রাবেয়া খাতুন নামের আরেকজন বলেন, শীতে ঘুমাতে কষ্ট হয়। স্বামী নাই তাই ভিক্ষা করে খাইতে হয়। আমিও একটা কম্বল পাইলাম। আল্লাহ ভাল করুক। শীতে টিকতে খুব কষ্ট হয়।

শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি মখছদুল হকের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজিমুল হায়দার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজিমুল হায়দার বলেন, শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজসেবা যে কার্যক্রম করেছে তা প্রশংসাংসার দাবিদার। যারা শীতে অসহায়ভাবে জীবন-যাপন করছেন তাদের পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত।

এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, সহকারী পরিচালক মুহাম্মদ বেলাল হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কাশেম, শহর সমাজসেবা অফিসার মো. আব্দুল হামিদ, নোয়াখালী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক কাজী রফিক উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ বলেন, সারা দেশের মতো নোয়াখালীতেও তীব্র শীতে অসহায় অনেক মানুষ কষ্ট করছে। শীতার্তদের শীতের হাত থেকে রক্ষা করতে আজ দুই হাজার দরিদ্র-বৃদ্ধ নারী পুরুষকে শীতের কম্বল বিতরণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণমূলক কাজের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে জেলা সমাজসেবা পাশে রয়েছে।

আরও পড়ুন