• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২০ জানুয়ারি, ২০২৪

চিত্র শিল্পী নাফিউজ্জামান নাফি’র উন্মুক্ত একক শিল্পকর্ম প্রদর্শনী

নিউজ ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃক্ষের চরনে চমৎকার শৈল্পিকতায় চিত্রশিল্পী নাফিউজ্জামান নাফি’র হাতে আঁকা উন্মুক্ত একক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নাফি’র এই প্রদর্শনীকে তিনি শূণ্য সহনশীলতা নামে নাম করন করা হয়।

প্রদর্শনীটি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ রাজধানীর প্রায় সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপস্থিতি দেখা গেছে। নাফি’র এই প্রদর্শনী পরিকল্পনার সাথে কবিতার রাজধানী শাহবাগের সহযোগিতা ছিল।

নাফি চায়, দেশের অন্য জেলাগুলোতেও এই ধরনের উন্মুক্ত চিত্রকর্ম বা শিল্পকর্ম প্রদর্শনীর পরিকল্পনা করা জরুরী। এতে করে বাঙালি জাতির লুকানো বা লুকিয়ে প্রতিভা গুলো বেরিয়ে পৃথিবীর সামনে উন্মুক্ত হবে।

আরও পড়ুন