• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২০ জানুয়ারি, ২০২৪

হুথিদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বাইডেনের

হুথিরা লোহিত সাগরে হামলা বন্ধ না করলে মার্কিন বাহিনী অভিযান অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকায় লক্ষ্যবস্তুতে মার্কিন যুক্তরাষ্ট্র পঞ্চম দফা হামলা চালানোর পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাইডেন এমন মন্তব্য করেন।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি বিবৃতিতে বলেছে যে তারা “এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য আসন্ন হুমকি” নির্ধারণ করার পরে দুটি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে স্ট্রাইক কাজ করছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে বাইডেন স্বীকার করেছেন যে তারা লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজে হামলা বন্ধ করেনি।

অন্যদিকে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী বলেছে, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা লোহিত সাগরে হামলা চালিয়ে যাবে। সেইসঙ্গে মার্কিন হামলার বদলা নেওয়ারও হুঁশিয়ারি বার্তা দিয়েছে হুথি।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন