• ঢাকা
  • সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৬ জানুয়ারি, ২০২৪

ঢাকায় নোয়াখালী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন উদ্যােগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক : ঢাকায় বিভিন্ন এলাকায় ছিন্নমূল অসহায়দের মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকাস্থ নোয়াখালী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার ২৩ জানুয়ারি রাত ৯টার থেকে শুরু হয়ে বিভিন্ন ফুটপাতের মানুষদের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ শরীফ, ইন্তেখাব আহমেদ রাসেল, শিহাব মাহমুদ রাসেল, মহিনউদ্দিন চৌধুরী লিটন, হায়দারী সুলতানা রেজিনা, মো. শফিকুল আলম জুয়েল, হাবীব ইমন, গোলাম রাব্বানী, শাহনাজ পারভীন স্মৃতি প্রমূখ।

সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব বলেন, “আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিবছরই কোনো না কোনো সামাজিক চ্যারিটি কাজ করি। এবার মনে হলো শীতার্থদের জন্য কিছু একটা করা দরকার। শীতের তীব্রতাও এবার অনেক বেশি। তাই আমরা ছিন্নমূল অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের সীমিত উদ্যোগে ছিন্নমূল মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছি। শীতার্থ মানুষদের কম্বল দিয়েছি। ৩শ জন শীতার্থদের হাতে কম্বল তুলে দিয়েছি।” আগামীতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে নোয়াখালী সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান।

আরও পড়ুন