• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৮ জানুয়ারি, ২০২৪

হুতিদের মিসাইলে ক্ষতিগ্রস্ত জাহাজে বাংলাদেশিসহ ২৩ নাবিক

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ছোড়া মিসাইল আঘাত হানার পর এডেন উপসাগরে তেলবাহী একটি ট্যাংকারের ডানপাশে আগুন ধরে যায়। স্থানীয় সময় শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মার্লিন লুয়ান্ডা নামের ব্রিটিশ জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। জাহাজটিতে ২২ জন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাবিক রয়েছেন। খবর- ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

জাহাজটির পরিচালনা কোম্পানি ট্রাফিগুরা বলেছে, হুথিদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া জাহাজটির কোনো নাবিক হতাহত হননি। প্রতিষ্ঠানটি বলেছে, সামরিক জাহাজের সহায়তায় জাহাজের ক্রুরা এখনও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্রুদের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। জাহাজটিতে থাকা কোনও ক্রু হতাহত হননি। তবে শনিবারও (২৭ জানুয়ারি) জাহাজটিতে আগুন জ্বলতে দেখা যায়।

ভারতীয় নৌবাহিনীর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, জাহাজটির কাছ থেকে সাহায্যের আবেদন পাওয়ার পর দ্রুত সাড়া দেয় ভারতের মিসাইল বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম। তারা তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

মার্লিন লুয়ান্ডা নামের বিশালাকৃতির জাহাজটি এডেন উপসাগরে পৌঁছানোর পরপরই আক্রান্ত হয়। জাহাজটি লক্ষ্য করে জাহাজ বিধ্বংসী মিসাইল হামলা চালায় হুতি বিদ্রোহীরা।

আরও পড়ুন