• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩১ জানুয়ারি, ২০২৪

মাইজদীতে বিএনপির কালো পতাকা মিছিল

উপজেলা প্রতিনিধি, সদর : দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবিতে সদর উপজেলা ও পৌরসভা বিএনপি কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নোয়াখালী দায়রা জজ আদালতের সামনে থেকে ঘুরে এসে নোয়াখালী প্রেসক্লাবের সামনে শেষ হয়।

মিছিল শুরু হওয়ার আগে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্ল্যাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, শহর বিএনপির সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল প্রমুখ বক্তব্য রাখেন।

গোলাম হায়দার বিএসসি বলেন, দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে আমরা কার কাছে কমানোর দাবি জানাবো। দেশে অবৈধ ডামি সরকার জোরপূর্বক ক্ষমতা দখল করে আছে। সেদিন আর বেশি দূরে নয়, সরকার ক্ষমতায় থাকতে পারবে না। জনগণ গণআন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাবে।

আরও পড়ুন