• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৪

মাইজদীতে বিএমএ’র পিঠা উৎসব

উপজেলা প্রতিনিধি, সদর : বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার আয়োজনে চিকিৎসকদের পারিবারিক মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে জেলার সর্বস্তরের চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

বিএমএ জেলা শাখার সভাপতি ডা. এম এ নোমানের সভাপতিত্বে ও ডা. আবু নাসেরের সঞ্চালনায় বক্তব্য দেন- নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুছ ছালাম, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ডা. ফজলে এলাহী খাঁন, সহ-সভাপতি ডা. নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক ডা. মো. মাহবুব রহমান, জেনারেল হাসপাতালের আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সাবেক সভাপতি ডা. মাহফুজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক ডা. সৈয়দ কামরুল হোসেন, ডা. তানিয়া পারভীনসহ মেডিকেল কলেজের শিক্ষক, জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকরা।

ডা. ফজলে এলাহী খাঁন জানান, নোয়াখালীতে বিএমএ নিয়ে দীর্ঘদিনের যেই জটিলতা ছিলো তা গত ডিসেম্বর মাসে অবসান হয়েছে। আগামী দিনে চিকিৎসকদের কল্যাণে বিএমএ জেলা শাখা কাজ করে যাবে বলেও জানান তিনি।

আরও পড়ুন