• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

হাতিয়ায় পালিত হল জাতীয় পরিসংখ্যান দিবস

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : “স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান”এ স্লোগান’কে সামনে রেখে হাতিয়া উপজেলায় পালিত হল জাতীয় পরিসংখ্যান দিবস।

এ উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকালে হাতিয়া উপজেলায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাতিয়া উপজেলা পরিষদ ও পরিসংখ্যান অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী। উপজেলা পরিসংখ্যান দপ্তরের কর্মকর্তা সঞ্জয় সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ সরকারি দপ্তরের প্রধানগন, সাংবাদিক বৃন্দ সহ অন্যান্যারা।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।

আরও পড়ুন