• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

নোয়াখালীর ফরিদা, কাননসহ, শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

নিউজ ডেস্ক : সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সংসদ ভবনের শপথ কক্ষে ৫০ জন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রথমে শপথ নেন আওয়ামী লীগের ৪৮ জন পরের ধাপে জাতীয় পার্টির দুজন।

নোয়াখালী জেলা থেকে এবার দুইজনকে এমপি করা হয়েছে। একজন গতবারও এই আসনে এমপি ছিলেন। তিনি হলেন ফরিদা খানম, অপর জন এবার নতুন করে দেয়া হয়েছে। তিনি হলেন কানন আরা বেগম।

এর আগে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

জোট শরিক ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে ৪৮টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধী দল জাতীয় পার্টি মনোনয়ন দিয়েছিল ২টি আসনে।

নির্বাচনের বিধি অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়।

আরও পড়ুন