• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৪ মার্চ, ২০২৪

কোম্পানীগঞ্জে কৃষক,কৃষাণীদের উঠান বৈঠক

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গীনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় কোম্পানীগঞ্জে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষক, কৃষাণীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর হাজী আলী আকবর স্বতন্ত্র এবতেদায়ী ও নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে,ব্যাংক কর্মকর্তা মো: আবু তাহেরের সভাপতিত্বে ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও আইপিএম ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. বেলাল হোসেন।

উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম উদ্দিন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাজ উদ্দিন সম্রাট, মো. ফরহাদ আলী, মো. নুর নবী, সাংবাদিক ইমাম হোসেন খাঁন, অগ্রণী ব্যাংকের মাঠ সহকারী অফিসার আবুল কালাম,হাবিবপুর আইপিএম ক্লাবের সভাপতি ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নুরুল আফছার পলাশ, আইপিএম কৃষক মাঠ স্কুলের সকল সদস্যবৃন্দ।

আরও পড়ুন