• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৪ মার্চ, ২০২৪

হাতিয়ায় জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলাচনা সভা

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : ‘ইলিশ হলো মাছের রাজা জাটকা ধরলে হবে সাজা’ এই প্রতিপাদ্য বিষয়ে সোমবার দুপুরের দিকে নোয়াখালীর হাতিয়া উপজলার কাজির বাজার এলাকায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ১১-১৭ মার্চ উপলক্ষ্য এক র‌্যালী বের করা হয়।

র‌্যালী শেষে উক্ত বাজার এলাকায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্য আলাচনা সভা অনুষ্ঠিত হয়।

আলাচনা সভায় সভাপতিত্ব করেন হাতিয়া উপজলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আকতার লাকী।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো: ইকবাল হাসন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন হাতিয়া কোস্টগার্ড কন্টিন্জেন্ট কমান্ডার মো: রফিকুল ইসলাম, নৌ পুলিশ কর্মকর্তা প্রদীপ চদ্র দাস, চরঈশ্বর ইউনিয়নর প্যানল চেয়ারম্যান সুনিল চদ্র দাস, হাতিয়া প্রেসক্লাবর সভাপতি কষ্ণ চদ্র মজুমদার ও মৎস্য ব্যবসায়ী আবদুস সহিদ।

আরও পড়ুন