• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৮ মার্চ, ২০২৪

আজ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস

স্টাফ রিপোর্টার : নানা আয়োজনে জেলা জুড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন হচ্ছে।
স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ ১৭ মার্চ। দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়। দিবসটি যথাযথ মর্যাদায় পালনে জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি বাস্তবায়ন করবে। সেগুলো হলো দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।

সকল আয়োজনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

এছাড়া জেলা প্রশাসক রোববার (১৭ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি রেখেছে জেলা প্রশাসন। তারপর সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
সকাল ১০ টা ৫ থেকে ১১ টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জাতীয় কর্মসূচির সাথে সংযুক্ত হয়ে সম্প্রচার উপভোগ। সকাল ১১ টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। তারপর বাদ জোহর সুবিধাজনক সময় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন,স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা আয়োজন রয়েছে। আমরা দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে জেলা প্রশাসন, নোয়াখালী কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন, নোয়াখালী কর্তৃক গৃহীত সকল কর্মসূচিতে সকলের সবান্ধব উপস্থিতি একান্ত কামনা করছি।

আরও পড়ুন