• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৮ মার্চ, ২০২৪

ক্যান্সার আক্রান্ত পুলিশের সহকারী উপপরিদর্শকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সদর : ক্যান্সারে আক্রান্ত জেলার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আমিনুল ইসলাম নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আমিনুল ইসলাম লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার লাহার কান্দি গ্রামের মাহে আলমের ছেলে।

সে দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সার রোগে ভোগছিলেন। তারা বাবা মাসহ স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা সন্তান আছে। তার মৃত্যুতে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল শারীরিক ভাবে অসুস্থ হলে নোয়াখালী পুলিশ হাসপাতালেরবকর্তব্যরত ডাক্তারের শরনাপন্ন হন। ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রেফার্ড করেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখামে চিকিৎসাধীন থাকাবস্থায় সোমবার (২৫ মার্চ) দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদে নোয়াখালী জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আমিনুল ইসলামের মৃত্যুর সংবাদে নোয়াখালী জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত। আমি জেলা পুলিশের পক্ষ হতে তার আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা তার পরিবারকে স্বজন হারানোর এই শোক বহন করা শক্তি দান করুক।

আরও পড়ুন