• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৮ মার্চ, ২০২৪

চাটখিলে মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশানের মতবিনিময় ও ইফতার

উপজেলা প্রতিনিধি, চাটখিল : বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশান (বিএমজিটিএ) চাটখিল শাখার উদ্যোগে গতকাল বুধবার বিকেলে চাটখিল কামিল মাদ্রাসা মিলনায়তনে চাটখিলে কর্মরত মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।

বিএমজিটিএ চাটখিল শাখার সভাপতি মামুন হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ জহির উদ্দীন এর সঞ্চলানায় ইফতার পূর্ব মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাটখিল প্রেসক্লাবের সাবেক সভাপতি দিদারুল আলম, চাটখিল কাজী সমিতির সভাপতি মাওলানা সাহাব উদ্দিন, বিএমজিটিএ এর সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবদুশ শাকুর, অর্থ সম্পাদক গোলাম কিবরিয়া, কড়িহাটি ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এ এস এম শফিকুর রহামান, ইংরেজি প্রভাষক হাছান তারেক, তলতলা আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক মোস্তফা কামাল, কচুয়া ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক রেজাউল বারী, প্রভাষক মো.মোস্তফা প্রমূখ।

বক্তারা আসন্ন ঈদের পূর্বেই পূর্ণাঙ্গ ঈদ বোনাস ও মাদ্রাসসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জোর দাবি জানান। মতবিনিময় শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন