• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৮ মার্চ, ২০২৪

হাতিয়ায় পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়া উপজেলার ডিসি রোড় সংলগ্ন খাল উদ্ধার ও অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন হাতিয়া পৌরসভার মেয়র কেএম ওবায়েদ উল্লাহ বিপ্লব, মেয়রের উপস্থিতিতে গুঁড়িয়ে দেয়া হলো হাতিয়া সুপার মার্কেটের সামনে ডিসি রোড় সংলগ্ন খালের অবৈধ স্থাপনা।

শনিবার (১৬ মার্চ ) সকালে হাতিয়া পৌর এলাকার সুপার মার্কেটের সামনে হাতিয়া পৌরসভার মেয়র কেএম ওবায়েদ উল্লাহ বিপ্লব এর নেতৃত্বে ডিসি রোড় সংলগ্ন খালের সীমানা উদ্ধার ও অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় উচ্ছেদ অভিযানে নতুন করে গড়ে উঠা কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়েছে।

এব্যাপারে হাতিয়া পৌরসভার মেয়র কেএম ওবায়েদ উল্লাহ বিপ্লব বলেন হাতিয়া পৌর এলাকায় ডিসি রোড় সংলগ্ন খালের যে অংশ দখল করা হয়েছিল তা সীমানা নির্ধারণ করে উচ্ছেদ করা হয়েছে। এসময় বেশ কয়েকটি দেকান উচ্ছেদ করা হয়। এর পরবর্তীতে যাতে অবৈধভাবে আর দখল করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখা হবে বলেও জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, হাতিয়া পৌরসভার প্যানেল মেয়র মাইন উদ্দিন, কাউন্সিলর মনির উদ্দিন, কাউন্সিলর করিম সহ প্রমূখ।।

আরও পড়ুন