• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৮ মার্চ, ২০২৪

হাতিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাজার বছরের শ্রেষ্ট বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে হাতিয়া উপজেলা প্রশাসন।

রবিবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কেক কাটা, পুরস্কার বিতরণ ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্জ মোহাম্মদ আলী, গেস্ট অব অনার ছিলেন সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস। বিশেষ অতিথি ছিলেন হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্লাহ, হাতিয়া পৌরসভার মেয়র কেএম ওবায়েদ উল্লাহ বিপ্লব। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি গোলাম সরওয়ার, হাতিয়া দ্বীপ সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তোফায়েল আহমেদ, হাতিয়া থানার অফিসার ইনচার্জ জিশান আহমেদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্দা কমান্ডার বিনয় ভূষন বাবুলাল, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন মুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমূখ।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন