• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৮ মার্চ, ২০২৪

হাতিয়ায় ৬শ জেলের মাঝে জাল বিতরণ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : দ্বীপ উপজেলা হাতিয়ায় ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’র আওতায় উপকারভোগী জেলেদের মধ্যে বৈধ জাল বিতরণ করা হয়।

সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে (হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠ) আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ জালসমূহ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে জেলেদের হাতে এসব জাল তুলে দেন হাতিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, উপ-প্রকল্প পরিচালক মো: মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে দুইশো গ্রুপ (প্রতি গ্রুপে ৩ জন) এর মাঝে মোট ৩ লাখ ২০ হাজার ফুট বৈধ জাল বিতরণ করা হয়। এতে প্রতি গ্রুপ জেলে ১৬শ ফুট করে জাল পায়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, ফিশারিজ কর্মকর্তা আশারুল ইসলাম সহ সাংবাদিক বৃন্দ। এর আগে সভাস্থল থেকে জেলেদের বিভিন্ন সুবিধা- অসুবিধা ও অভিযোগ শোনা হয়।

আরও পড়ুন