• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ আপডেট : ৬ এপ্রিল, ২০২৪

ইঞ্জিনিয়ারিং পিলার তৈরী হয় পুরাতন বিল্ডিং এর খোয়া দিয়ে

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জে মিরওয়ারীশপুর মেইন রোড়ের সাথে নিউ বিসমিল্লা প্রি কাটিং প্রোঃ মোঃ মানুন মিয়া। বিভিন্ন জায়গা হতে পুরাতন বিল্ডিং ভাঙ্গা এনে তাহা ভেঙ্গে পুনারায় ইঞ্জিনিয়ারিং পিলার তৈরী করে পুরা নোয়াখালী জেলা সহ আশপাশ জেলাগুলোতে এই পিলার বিক্রি কনে জনগনের সাথে মারাত্মক প্রতারণা করা হয়। এই পিলার তৈরির নিয়ম হলো পাথর সিমেন্ট ও ১২/৩ তার দিয়ে। কিন্তু মামুন গং তৈরি করে মানুষের পুরাতন বিল্ডিং ভেঙ্গে পেলে দিলে তা নিয়ে এসে খোয়া ভাঙ্গা মিশিন দিয়ে তাহা ছোট করে সিমেন্ট এর সাথে মিস্ক করে নিম্নমানের লোহার তার যাহা সাধারনত ১৬/৪ তার দিয়ে এই পিলার তৈরি করে। এতে নিম্নমানের তৈরি হয় যে এই পিলারে সামান্যতম লোড দিলে বা নাড়া ছাড় করলে ভেঙ্গে যায়। এতে কিছু টিন ঘর তৈরির সামগ্রী বিক্রেতা অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের জন্য এই নিম্নমানের পিলার বিক্রয় করে। এতে প্রতারিত হচ্ছে পুরা নোয়াখালী সহ তার আসপাশের জেলার লোকজন।

তা ছাড়া এই পিলার দ্বারা তৈরি ঘরে সাধারণত মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করতে হয়। যে কোন সময় এ সব পিলারে তৈরি ঘর ভেঙ্গে পড়ে যে কোন ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এই সব পিলার বিক্রয় করা এক বিশেষ সিন্ডিকেট রয়েছে। ঐ সব সিন্ডিকেটের মাধ্যমে নোয়াখালী জেলার বিশেষ করে চরাঞ্চল এই কম দামি পিলার গুলো বিক্রয় করে তাছাড়া লক্ষিপুর, কমলগঞ্জ, রামগতি, ফেনির সোনাগাজিসহ কুমিল্লার মনোহরগঞ্জসহ বৃহত্তর নোয়াখালী জেলায় এই নিম্নমানের পিলার দিয়ে জনসাধারণদেও প্রতারিত করতেছে। তাই এলাকার মানুষ ও ভূক্তভোগী সাধারন মানুষ প্রশাসনের হস্তক্ষেপে অবৈধ অতি মুনাফালোভী কার্যক্রম বন্ধের বাদী জানা।

আরও পড়ুন