• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ আপডেট : ৬ এপ্রিল, ২০২৪

হাতিয়ায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়া উপজেলায় সচেতন নাগরিক সমাজ এর উদ্যোগে অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
শনিবার (৩০ মার্চ) বিকেল ৪টায় হাতিয়া পৌরসভা মোসলেহ উদ্দিন রোডস্থ আর্শাদ আলী মিয়াজী জামে মসজিদ প্রাঙ্গনে এ উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মহিব্বুল মাওলা ও সাংগঠনিক সম্পাদক ছায়েদ আহমেদ।

এ সময় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও হরণি পাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়াজুর রহমান এবং সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সামাজিক সুশিক্ষা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতন নাগরিক সমাজ-হাতিয়া ২০১৪ খ্রি: থেকে অগ্রযাত্রা শুরু করে।

এরই ধারাবাহিকতায় সামাজিক এ স্বেচ্ছাসেবী সংগঠনটি ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফেরানো, অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সাথে সহযোগিতামূলক সম্পর্ক রেখে সহায়তা প্রদান, বাল্যবিবাহে নিরুৎসাহিত করা, ইভটিজিংয়ের ব্যাপারে সচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং শীতার্তদের মাঝে শীত বস্র বিতরণ সহ প্রভৃতি সামাজিক কর্ম করে আসছে।

এক্ষেত্রে সংগঠনের সদস্য, শুভাকাঙ্খীবৃন্দ এবং উপজেলা প্রশাসন সহযোগিতা প্রদান করে থাকে।

আরও পড়ুন