• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ মে, ২০২৪
সর্বশেষ আপডেট : ২ মে, ২০২৪

চাটখিলে ধান রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-২

উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিলে জমিজমা নিয়ে পূর্ব শক্রতার জেরে বাড়ির উঠানে ধান রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুজন আহত হয়েছে।

আহতরা হলেন, মো. নুর নবী (৫৫) এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪২) তাদেরকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর চাঁন মিয়া হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার ২৯ এপ্রিল ৪ জনকে আসামি করে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন আহত মো. নুর নবীর স্ত্রী সাবিনা ইয়াসমিন।

অভিযোগ সূত্রে জানাজায়, জমিজমা নিয়ে পূর্ব শক্রতার জেরে পিক-আপ ভ্যানে করে ধান নিয়ে বাড়ির উঠানে রাখতে গেলে একই বাড়ির আসিফ(১৬), মো. সাগর(২২), আবু জাফর(৬০), শাহিনুর আক্তার শ্যামলী (৪০)সহ অজ্ঞাতনামা কয়েক জন মিলে মো. নুর নবীকে ধান রাখাতে বাধা দেয় এবং লাঠিসোঁটা, লোহার রড, এসএস পাইপ ও চাইনিজ কুড়াল নিয়ে তাহার ওপর হামলা চালায়। এ সময় তার স্ত্রী সাবিনা ইয়াসমিন তাকে বাঁচাতে গেলে তার ওপরেও হামলা করা হয়। সাবিনা ইয়াসমিনের গলায় থাকা আটআনা ওজনের সোনার চেইন চিনিয়ে নেয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন