• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ মে, ২০২৪
সর্বশেষ আপডেট : ৯ মে, ২০২৪

হাতিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়ায় ৯ মে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে “ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে খাবার খাবো পুষ্টিগুনে” শ্লোগানকে সামনে রেখে (৯ মে-১৫ মে) জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

ডাঃ খালেদ সাইফুল্লাহ’র সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমার সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্ল্যাহ, (ভারপ্রাপ্ত) পঃপঃ কর্মকর্তা ডাঃ খাদিজা রহমান এবং ডাঃ শেখ মাহমুদুর রহমান।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক গুলোতে জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিফলন ঘটাতে হবে। এক্ষেত্রে বাজারের ব্যবসায়ীদেরকে সম্পৃক্ত করণসহ আবহিত করনের ব্যবস্থা করতে হবে।

এসময় ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, হাসপাতালের অন্যান্য ডাক্তার, কর্মকর্তা ও হাতিয়া প্রেস ক্লাব সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন