• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ মে, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩০ মে, ২০২৪

পিটিআই নেতা কুরেশীর ৯ দিনের রিমান্ড

নিউজ ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা শাহ মেহমুদ কুরেশিকে জিজ্ঞাসাবাদের জন্য ৯ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ। পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) তার রিমান্ড মঞ্জুর করেছে।

জিও নিউজ জানিয়েছে, গত বছরের ৯ মে ইসলামাবাদ হাই কোর্ট প্রাঙ্গণ থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের দিন সহিংসতার আটটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

কুরেশীর মামলায় তদন্তের প্রতিবেদন আগামী ৫ জুনের মধ্যে দাখিল করতে বলেছেন এটিসির বিচারক খালিদ আরশাদ। আদালত তাকে ভিডিও লিংকের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে বলেছে।

তদন্ত কর্মকর্তা বলছেন, কুরেশী সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা ও ভিডিও শেয়ার করেছেন। সেগুলো ফরেনসিক লবযাবে পাঠানো হবে।

পিটিআইয়ের এই নেতা বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন। তার বিরুদ্ধে বেশকিছু মামলা রয়েছে। এর আগে সাইফার মামলায় সরকারি গোপনীয়তা আইনে তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে একটি বিশেষ আদালত।

আরও পড়ুন